তিন রাউন্ড তাজা বুলেট ও একটি চাইনিজ পিস্তল সহ হরিহরদোলা বিওপির বিএসএফের হাতে আটক এক পাচারকারী।ঘটনা বৃহস্পতিবার রাতে কমলাসাগর বিধানসভার রাধানগর গ্রাম পঞ্চায়েতের হরিহরদোলা তারকাটা বেড়া সংলগ্ন এলাকায়।খবর নিয়ে জানা গেছে তার নাম অঞ্জন দাস(৪৬)বাড়ি রাধানগর গ্রাম পঞ্চায়েতের হরিহরদোলা তারকাটা বেড়া সংলগ্ন এলাকায়।সীমান্ত সংলগ্ন হওয়ায় বহুুদিন আগে থেকেই বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র কাঁটাতারের ওপারে পারাপারের সাথে যুক্ত ছিল সে।মাঝখানে দীর্ঘদিন এই পাচার বাণিজ্যে থেকে নিজেকে দূরে রাখলেও গত এক বছর যাবৎ পুনরায় পাচার বাণিজ্যের সাথে বাংলাদেশীদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করানোর পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশ করানোর ক্ষেত্রেও সে উৎপ্রুত ভাবে জড়িয়ে পড়ে।পুলিশ ও বিএসএফের কাছে একটি গোপন সূত্রের খবর ছিল অঞ্জন সম্প্রতি একটি চাইনিজ পিস্তল নিজের কাছে রেখেছে।সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে মধুপুর থানার পুলিশ ও হরিহরদোলা বিওপির বিএসএফ তার নিজ বাড়ি থেকে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা বুলেট সহ তাকে জালে তুলতে সক্ষম হয়।এদিকে মধুপুর থানার পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র আইনের 25(1)(a) ধারায় একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর MDP P.S Case No 09/2025।আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন মধুপুর থানার ওসির দেবজিৎ চ্যাটার্জি।