বাংলাদেশে গরু পাচারের অন্যতম করিডোর হচ্ছে বিশালগড়।শনিবার দুপুরের ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ।মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শনিবার দুপুরে পাচার করার সময় পুলিশের হাতে আটক আটটি গরু সহ একটি বুলেরো গাড়ি।যার নম্বর হচ্ছে TR071670।আশ্চর্যের বিষয় হল একটি বোলেরো পিকআপ ভ্যান এর মধ্যে আটটি গরু কি করে নিয়ে যেতে পারে,তাছাড়া গাড়ির মধ্যে নেই কোন জল এবং ঘাসের ব্যবস্থা।তা সত্ত্বেও কোন এক অদৃশ্য শক্তির বলে বিশালগড় থানা গাড়িটিকে সঙ্গে সঙ্গেই ছেড়ে দিতে বাধ্য হয়।গাড়ি চালক জানান জিরানিয়া থেকে আটটি গরু এই গাড়িতে করে গোপাল বীরের নেতৃত্বে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।যতদূর খবর বিশালগড়কে গরু পাচারের করিডোর বানানোর অন্যতম কারিগর হচ্ছে তিনি।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গরু সংগ্রহ করে বিশালগড়ের মধ্যে দিয়ে আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে পাচারকার্য কর্ম চালিয়ে যাচ্ছে এই কুখ্যাত পাচারকারী।ফলে একটি মহল থেকে দাবি উঠছে যদি সিবিআই গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তিহার জেলে ঢুকাতে পারে,সংসদ অভিষেক বন্দোপাধ্যায়, সংসদ অভিনেতা দেব সহ তাবড় তাবড় ব্যক্তিত্বকে কোর্টের চক্কর কাটাতে পারে,তাহলে ত্রিপুরায় প্রশাসন কেন চুপ?