কালভার্টের নিচ দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার সময় মধুপুর থানার পুলিশের হাতে আটক একই পরিবারের পাঁচ বাংলাদেশী।
ভারতীয় সীমান্তে উত্তেজনা সত্বেও বাংলাদেশী অনুপ্রবেশ অব্যাহত।এলাকাবাসীর সহযোগিতায়
পাথারিয়াদ্বার এলাকা থেকে পাঁচ জন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।আটককৃতদের মধ্যে দুজন মহিলা ও তিনজন পুরুষ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে তারা ওপার থেকে এপাড়ে এসেছে।তবে বাংলাদেশের কিছু দালাল তাদের মধুপুর থানাধীন পাথারিয়াদ্বার তাঁরকাটা ভেড়া সংলগ্ন একটি কালভার্টের নিচ দিয়ে বিএসএফের চোখে ধুলো দিয়ে এপারে আসতে সক্ষম হয়েছে।সারারাত ভারতীয় ভূখণ্ডে ঘোরাফেরা করতে করতে সকাল হয়ে গেলে প্রাতঃ ভ্রমণকারীদের নজরে পড়ে এই বাংলাদেশীদের।
সঙ্গে সঙ্গেই খবর পাঠানো হয় মধুপুর থানায়।পুলিশ এসে তাদের আটক করে নিয়ে আসে মধুপুর থানায়।দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এদের প্রত্যেকের বাড়িই বাংলাদেশের রংপুরে।তাদের নাম মনির খান, সাহেবা খাতুন,শাহজালাল খান,স্বাধীন খান ও দুলালী খাতুন।বৃহস্পতিবার তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে মধুপুর থানার পুলিশের তরফে।