গত শনিবার বিশালগড় কড়ুইমুড়া বাজারে প্রকাশ্যে শরীফ মিয়া নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কড়ুইমুড়া বাজারে খুন করেছিল অভিযুক্ত ফায়েজ মিয়া।পুলিশ অভিযুক্তকে রিমান্ডে এনে জেরা করে। বুধবার বিকেলে পুলিশ ডিসিএম প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়।তাছাড়া কীভাবে খুন শরিফকে খুন করে ছিল তাও পুলিশকে অভিনয় করে দেখায় অভিযুক্ত।