প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের স্বপক্ষে ভোটাভুটি সত্ত্বেও ভাগ্য ঝুলে রইল প্রধানের।ঘটনা শনিবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতে।ঘটনার বিবরণে জানা গেছে লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধিরা প্রধানের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব এনে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট জমা করে।সেই অনুযায়ী শনিবার ভোটাভুটির দিন তারিখ ঠিক হয়।এদিন সকাল ১১ টায় অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসারের উপস্থিতিতে ভোটাভুটি হয়।এতে পঞ্চায়েত প্রধানের পক্ষে চারটি,বিপক্ষে চারটি ভোট পড়ে এবং একজন সদস্য ভোটদান থেকে বিরত থাকায় বর্তমান পঞ্চায়েত প্রধান সোমা দেবনাথের ভাগ্য ঝুলে পড়ে।উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকরা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যেহেতু পঞ্চায়েত প্রধান ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেনি তাই আজকে কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।ফলে বিষয়টি এখন চলে যাবে জেলা পঞ্চায়েত এক্সটেনশন অফিসারের নিকট।সময় সাপেক্ষে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেবার উনিই নেবেন বলে জানান চড়িলাম ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক।এদিকে পঞ্চায়েত প্রধান সোমা দেবনাথের অভিযোগ চড়িলাম বিধানসভা কেন্দ্রে যতসব অনৈতিক কার্যকলাপ হচ্ছে তার পেছনে দায়ী মন্ডল প্রেসিডেন্ট সহ তার সাঙ্গপাঙ্গরা।তাদের এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলতেই এই অনাস্থা প্রস্তাবের ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন।গতকাল রাতেও পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দিতে হুমকি দেওয়া হয়েছে বলে জানান।মন্ডল নেতৃত্বদের এই বাড়বাড়ন্তের কথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যী এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা চড়িলাম কেন্দ্রের পদপ্রার্থী জিষ্ণু দেববর্মনের নজরেও নেওয়া হয়েছে বলে জানান লাল সিংমুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দেবনাথ।