৭৫ বছরের বৃদ্ধের দ্বারা শিশু কন্যা ধর্ষণের মত এক সামাজিক বর্বরতার জঘন্য চিত্র উঠে আসল সংবাদ মাধ্যমের সামনে।ঘটনা সোনামুড়া থানার অন্তর্গত বড় পাথর এলাকায়।খবর নিয়ে জানা গেছে সোনামুড়া থানার অন্তর্গত উরমাই গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের শহীদ মিয়া বড়পাথর এলাকার এক মহিলার বাড়িতে যাতায়াত করত স্ত্রীর পরিচয় দিয়ে।কিন্তু বদ চরিত্রের অধিকারী শহীদ মিয়া ওই মহিলার নয় বছরের এক নাতনির উপর কুনজর পড়ে।গত মঙ্গলবার ওই মহিলার বাড়িতে গিয়ে মহিলার অনুপস্থিতির সুযোগে মহিলার নয় বছরের নাতনিকে ধর্ষণ করে।বৃহস্পতিবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় অভিযুক্ত শহীদ মিয়া।ফলে শিশুটি তার ঠাকুমার কাছে দুই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলে।এরপর চাইল্ড লাইনের সহযোগিতায় অভিযুক্ত শহীদ মিয়ার বিরুদ্ধে সোনামুড়া থানায় পক্সো আইনে মামলা দায়ের করা হয়েছে।বর্তমানে অভিযুক্ত শহীদ মিয়া গা ঢাকা দিয়েছে বলে খবর।
































