২২ কেজি শুঁকনো গাঁজা সহ আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে আটক দুই মহিলা।মঙ্গলবার এই দুই মহিলা ৬টি পেকেটে করে এগুলি তারা পাঞ্জাবে নিয়ে যেতে চেয়েছিল ট্রেনে করে।আটক কৃতরা হল মঞ্জু দেবী (৪৫) ও রচনা দেবী (৩৬)।বাড়ি যথাক্রমে বিহারের লক্ষীশারায় জেলায় ও ভাগলপুর জেলায়।