২১ কেজি শুঁকনো গাঁজা সহ আগরতলা রেলস্টেশন পুলিশের হাতে আটক ৩।রবিবার আগরতলা রেল স্টেশনের ১নং প্লেটফর্ম থেকে রানী কমলাবতি এক্সপ্রেস ছাড়ার প্রাক মুহূর্তে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এই গাঁজাগুলি।আটককৃতরা হল শম্ভু পাসোয়ান(৩৮), নিরঞ্জন কুমার(২০) ও শান্তি দেবী(৩৮) এদের প্রত্যেকের বাড়িই বিহারের সমষ্টিপুর জেলায়।