ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ২৫৯ জন প্রার্থী। ৩০ জানুয়ারি পর্যন্ত ৩১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মোট ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতায় ছিলেন ২৯৭ জন প্রার্থী।ফলে গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ৩৮ জন কম।