রাজ্য সরকার পরিচালিত ২০টি স্বশাসিত বোর্ডের নতুন চেয়ারম্যানের নাম সোমবার ঘোষনা করা হয়েছে । ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে সদরের যুবনেতা সুকান্ত ঘোষকে । বলাই গোস্বামীকে টিআরটিসির চেয়ারম্যান করা হয়েছে। অভিজিৎ দেবকে মার্কফেড এর চেয়ারম্যান করা হয়েছে। প্রাক্তন মন্ত্রী জওহর সাহাকে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। প্রদেশ বিজেপি রাজ্য সচিব রতন ঘোষকে গোমতী কো-অপারেটিভ এর চেয়ারম্যান করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের অন্তর্গত সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্স এর চেয়ারম্যান করা হয়েছে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যকে। বিধায়ক কিশোর বর্মনকে ত্রিপুরা হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট উন্নয়ন নিগমের চেয়ারম্যান করা হয়েছে। ত্রিপুরা মহিলা কমিশনের নতুন চেয়ারপার্সন করা হয়েছে প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঝরনা দেববর্মাকে । এসি মোর্চার প্রদেশ সভাপতি টুটন দাসকে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিওমার ফেডারেশনের চেয়ারম্যান করা হয়েছে। দক্ষিণ জেলার মনু বনকুলের বিধায়ক মাইলাফু মগকে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান করা হয়েছে। এছাড়াও ত্রিপুরা চা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে আইনজীবি সমির ঘোষকে। রাজ্য ওবিসি কমিশনের চেয়ারম্যান করা হয়েছে তাপস মজুমদারকে। বিধায়ক প্রমোদ রিয়াকে ত্রিপুরা ফরেষ্ট ডেভেলপমেন্ট এন্ড প্লেনিং কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। জসীম উদ্দিনকে ত্রিপুরার মাইনোরিটি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে । মৃনাল কান্তি নাথকে ত্রিপুরা ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে। বিধায়ক রামপদ জমাতিয়াকে এসটি কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে । বিধায়ক পিনাকি দাস চৌধুরীকে এসসি কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছে।