হাসপাতালের কোর্য়াটার থেকে এম্বুলেন্স চালকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।ঘটনা সোমবার ভোরে বিশালগড় মহকুমা হাসপাতালে।অ্যাম্বুলেন্স চালক শ্রীনিবাস সরকারের নিজ কোয়ার্টারের ভেতর মৃতদেহ উদ্ধারের ঘটনাটি মোটেই স্বাভাবিক নয় বলে পরিবার পরিজনদের দাবি।জানা গেছে আমতলী কুড়িপুকুর এলাকার বাসিন্দা শ্রীনিবাস সরকার গত ছয় সাত বছর ধরে বিশালগড় মহকুমা হাসপাতালে এম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিল।গত দুদিন ধরে টানা হাসপাতালেই দায়িত্ব পালন করে আসছিল এবং সোমবার সকালে বাড়ি ফিরে যাওয়ারও কথা ছিল।এদিন সকালে আগরতলা জিবি হাসপাতালে রোগী রেফার নিয়ে যাওয়া সময় হলে তাকে ডাকলে চালকের কোন সাড়া পাওয়া যায়নি।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্যরা কোয়ার্টারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় বিছানার মধ্যেই এক পা নিচে দিয়ে পড়ে রয়েছে।সঙ্গে সঙ্গেই হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে।খবর পেয়ে হাসপাতাল চত্বরে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনদের।খবর পেয়ে স্ত্রী সহ আত্মীয় পরিজনরা দ্রুত ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।অ্যাম্বুলেন্স চালকের স্ত্রী এই মৃত্যু অস্বাভাবিক বলে দাবি করলেও চিকিৎসকদের বক্তব্য অনুযায় শ্রীনিবাস সরকার হাই প্রেসারের রোগী ছিলেন সর্বদাই ট্যাবলেট গ্রহণ করতে হত তাকে।ফলে ময়না তদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে কি তথ্য বেরিয়ে আসে সেদিকেই তাকিয়ে সকলে।