ঠিকেদারের খামখেয়ালি পনায় সিপাহীজলা অভয়ারণ্যে যাতায়াতের মূল সড়কপথটি বেহাল দশায় পরিণত।সিপাহীজলা প্রবেশ ধারের মেইন গেইট পেরিয়ে ৫০ মিটার যেতেই ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফিসের সামনে যাতায়াতের একমাত্র রাস্তায় হাঁটো সমান কাঁদা।গত সপ্তাহে রাজ্যে ভারী বৃষ্টিপাত থাকায় তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি সিপাহীজলা অভয়ারণ্যে।বর্তমানে মেঘ কাটিয়ে আকাশ পুরোপুরি পরিষ্কার।ফলে পর্যটকদের আনাগোনাও আগের তুলনায় অনেকটাই বাড়ছে।কিন্তু বাদ সাধছে যাতায়াতের একমাত্র মাধ্যম সিপাহীজলা গেইট থেকে অভয়ারণ্যের গেইট পর্যন্ত সড়ক পথের বেহাল দশা।শুক্রবার ছিল সিপাহীজলা অভয়ারণ্যের সাপ্তাহিক বন্ধের দিন।ফলে পর্যটকের পাশাপাশি দায়িত্ব প্রাপ্তদেরও নজরে পড়েনি সংবাদ মাধ্যমের।তবে খোঁজ খবর নিয়ে যতটুকু জানা গেছে আজ থেকে তিন চার মাস আগেই এই ৪ থেকে ৫ কিমি সড়ক পথ সংস্কারের দায়িত্ব পেয়েছে এক ঠিকাদার।কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করার ফলে গত সপ্তাহে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতে রাস্তাটি পুরোপুরি বেহাল দশায় পরিণত হয়ে গেছে।দ্বিতীয়ত রাস্তার দুই পাশে তৈরি করা সাইড ওয়ালও অনেকটাই ক্ষতিগ্রস্ত।ফলে রাস্তাটির দু-তিন জায়গায় জলকাঁদা মিশে একটা অবর্ণনীয় পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে।এই পরিস্থিতিতে গাড়ি নিয়ে তো দূরের কথা পায়ে হেঁটে চলাই একপ্রকার দুষ্কর হয়ে পড়েছে।ফলে সিপাহীজলার মেইন গেইট থেকে সিপাহীজলা অভয়ারণ্য পর্যন্ত রাস্তাটি কবে নাগাদ যাতায়াতের উপযুক্ত হয়ে উঠবে সেই দিকেই তাকিয়ে সকলে।