পোস্টাল ব্যালটে সরকারি কর্মচারীদের ভোটগ্রহণ শুরু হল বুধবার। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। প্রথম তিনদিন পুলিশ, ভোট গ্রহণ কর্মী,গাড়ি চালক,খালাসিসহ ভোট দেবেন জরুরী পরিষেবার সাথে যুক্ত সরকারি কর্মচারীরা। তারা নিজ নিজ রিটার্নিং অফিসারের অফিসে গিয়ে ভোট দেবেন। এদিন গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে এই প্রক্রিয়া। প্রতিটি মহকুমায় একটি করে মোট ২৩টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে lএদিন শিশু বিহার স্কুলে সদরের ভোট গ্রহণ কেন্দ্রের পরিদর্শন করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিততে বলেন, এখনো পর্যন্ত ৪০ হাজার ভোট কর্মী ফর্ম ১২ পূরণ করেছেন। যারা এখনো ফরম বারো পূরণ করেননি তারা আগামী ১২ তারিখের মধ্যে পূরণ করলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।