নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ-
ডঃসর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে আয়োজিত জাতীয় স্তরের শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মানজনক পুরস্কার গ্রহণ করলেন ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর হরিয়ানন্দ ইংলিশ মিডিয়ামের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা বিদিশা মজুমদার।
নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সারা দেশের মধ্যে নির্বাচিত ৪৫ জন শিক্ষক-শিক্ষিকাকে এই সম্মানে ভূষিত করা হয়। প্রতিটি পুরস্কারপ্রাপ্ত শিক্ষককে প্রদান করা হয় একখানা সম্মাননাপত্র,একটি রৌপ্য পদক এবং ৫০ হাজার টাকার নগদ পুরস্কার।
জাতীয় স্তরের এই সম্মান অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছেন বিদিশা মজুমদার। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য রাজধানীর হোটেলে থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।বিদিশা তাঁর পিতা-মাতাকে সঙ্গে নিয়ে এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হলেন।