রাস্তারমাথা বন্ধন ব্যাংকের সামনের ছিনতাই কাণ্ডে গ্রেফতার আরও এক ছিনতাই বাজ।সায়ন ভৌমিক নামে এই ছিনতাইবাজ বুধবার বিশালগড় থানায় আত্মসমর্পণ করে।উল্লেখ্য,গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে বিশালগড় থানাধীন রাস্তারমাথা বন্ধন ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় আগরতলার তিন যুবকের পথ আটকে তাদের কাছ থেকে নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।উক্ত ঘটনায় বিশালগড় থানার পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা নেয়,যার নম্বর BLG Ps- 93/2023।উক্ত ঘটনায় পুলিশের তদন্তে মোট ১২ জন অভিযুক্তের নাম উঠে আসে।এর মধ্যে ঘটনার রাতেই বিশালগড় থানার পুলিশ TR01BV0653 নম্বরের একটি গাড়ি,ধারালো অস্ত্র,বেশ কিছু মোবাইল ফোন,নগদ টাকা সহ কমলাসাগরের কুখ্যাত ৬ ছিনতাইবাজ যথাক্রমে বাপন মিয়া,অন্তর মিয়া,সুশান্ত দেব,সাগর নমঃ, জুয়েল মিয়া,সুমন মিয়াকে গ্রেফতার করেছিল।বাকি অভিযুক্তদের বাড়িতেও পুলিশ রীতিমতো তল্লাশী চালাচ্ছে।অবশেষে বুধবার এই মামলার অন্যতম অভিযুক্ত বিশালগড় থানার দুর্গানগর শিবনগর এলাকার কুখ্যাত ছিনতাইবাজ সায়ন ভৌমিক থানায় এসে আত্মসমর্পন করে।পুলিশ এদিনই তাকে গ্রেফতার করে সমস্ত নিয়ম কানুন শেষে দুদিনের পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরন করে। পূর্বে এই মামলায় গ্রেফতার হওয়া মোট ছয়জন জেল হেফাজতে রয়েছে।