খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ
রাজ্যজুড়ে ভিআইপি এসকর্ট গাড়ির বেপরোয়া চলাচল নিয়ে নতুন করে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে। সম্প্রতি এক মন্ত্রীর এসকর্ট গাড়ির ধাক্কায় অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খোয়াইয়ে জেলা শাসকের এসকর্ট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী।
আজ খোয়াই শহরে জেলা শাসকের এসকর্ট গাড়ি (নম্বর TROH-1000)-এর ধাক্কায় আহত হন গোপাল ভৌমিক নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি জাম্বুরা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার সময় বেপরোয়া গতির এসকর্ট গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় যুক্ত এসকর্ট গাড়ির চালকের নাম প্রশান্ত চক্রবর্তী, বাড়ি বারবিল এলাকায়। সূত্রের খবর, ঘটনার পর চালক বর্তমানে সুভাষপার্ক পুলিশ ফাঁড়িতে রয়েছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দুর্ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি বা স্পষ্টীকরণ প্রকাশ্যে আসেনি। এদিকে সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, ভিআইপি এসকর্ট গাড়ির চালকেরা প্রায়ই বেপরোয়া গতিতে গাড়ি চালান, যার ফলে পথচারী ও সাধারণ যানচালকদের জীবনে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
জনগণের প্রশ্ন, যেসব গাড়ি জনগণের সুরক্ষা ও সেবার জন্য ব্যবহৃত হয়, সেগুলির বেপরোয়া চলাচল কেন বারবার সাধারণ মানুষের প্রাণ ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, সেদিকেই এখন তাকিয়ে খোয়াইবাসী।
































