- মৌমাছির আক্রমণে গুরুতর আহত স্কুলের ছাত্র ছাত্রীসহ মোট সাতজন।ঘটনা শুক্রবার সকালে মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায় রাইস মিল সংলগ্ন এলাকায়।এদিন ছাত্রীরা মধুপুর স্কুলে যাওয়ার সময় কোন না কোনভাবে মৌমাছির বাসা আক্রমণের শিকার হয়।আর এতেই ক্ষিপ্ত হয়ে হাজার হাজার মোমাছি তার বাসা থেকে উড়ে যাকে সামনে পেয়েছে তাকে কামড়ে দিয়েছে।ফলে সাধারণ মানুষ কাজের উদ্দেশ্যে ওই জায়গার সামনে দিয়ে যাওয়ার সময় মৌমাছির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় সাতজনকে নিয়ে যাওয়া হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।কয়েকজনকে সামান্য চিকিৎসার পর বাড়ি যেতে দেওয়া হলেও দু-তিনজন ও ছাত্রীকে আরও কিছুক্ষণ দেখার জন্য চিকিৎসকরা তাদের হাসপাতালে ভর্তি রাখেন।ফলে মৌমাছির এই এলোপাতাড়ি আক্রমণে সাধারণ মানুষ একপ্রকার ভয়ে তটস্থ হয়ে পড়ে।

































