নাবার্ডের আর্থিক সহযোগিতায় এবং ভ্যাটের উদ্যোগে মঙ্গলবার মধুপুর বাজারে গ্রামীণ হাটের শিলান্যাস করেন বিধায়িকা অন্তরা সরকার দেব।প্রায় ১৩ লক্ষ টাকা দিয়ে নির্মাণ করা হচ্ছে এই গ্রামীণ হাটের।মধুপুর বাজারের তহশীল কাছারি সংলগ্ন প্রায় ১৮০০ স্কয়ার ফিট জায়গা জুড়ে নির্মিত হচ্ছে এই গ্রামীণ হাট স্টলের।এই মার্কেট স্টলগুলি নির্মাণ হয়ে গেলে কৃষকদের আর রাস্তার ধারে বসে দোকানদারি করতে হবে না বলে জানিয়েছেন বিধায়িকা।এদিনের এই শিলান্যাস অনুষ্ঠানে বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন নাবার্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার দিগন্ত কুমার দাস,ভলান্টিয়ার হেলথ এসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুজিত ঘোষ,পঞ্চায়েত প্রধান রত্না সরকার এবং সমাজসেবী সুবীর চৌধুরী সহ অন্যান্যরা।