প্রতিবেশী বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা নার্গিস আক্তার ও মেহেদী হাসান বহিরাজ্যে পারি জমানোর উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে।কিন্তু তাদের দেখে সন্দেহ হয় আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের।তাদের জিজ্ঞাসাবাদ চালালে আসল পরিচয় বেরিয়ে আসে।তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানা পাসপোর্ট আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।
































