বিধায়ককে কালিমা লিপ্ত করতে একটি অংশের ভোট পরবর্তী সন্ত্রাসে আইন-শৃঙ্খলার চরম অবনতি বিশালগড়ে।বিশালগড় থানার পুলিশের প্রচ্ছন্ন মদতে দুষ্কৃতি কারীদের মনোবল আকাশছোঁয়া।যার ফলশ্রুতিতে একের পর এক ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার অভিযোগ আসতে শুরু করে মঙ্গলবার দুপুরের পর থেকে।এদিন প্রথম অভিযোগটি আসে চড়িলাম সিপিআইএমের পার্টি অফিসে অগ্নি সংযোগের।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় থানার পুলিশ এবং বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা।তাৎক্ষণাৎ বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।এর পরপরই খবর আসে অফিস টিলা কালীবাড়ি সংলগ্ন বিশালগড়ের বিশিষ্ট ব্যবসায়ী কিশোর দেবনাথের বিড়ি ফ্যাক্টরিতে আক্রমণের।ক্যাশ বাক্স থেকে ৩০-৪০ হাজার টাকার লুট করার পাশাপাশি ঘরের আসবাবপত্র সিসিটিভি ক্যামেরা ডিভিআর এবং জিনিসপত্র ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় থানার পুলিশ।তারা একটি অভিযোগ নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।পাশাপাশি কিশোর দেবনাথের বিড়ি ফ্যাক্টরি এবং বাড়ির সামনে পুলিশ মোতায়েন করে।এছাড়াও কিছু বিক্ষিপ্ত ঘটনার সাক্ষী হয়েছে বিশালগড়বাসী।সংবাদ মাধ্যমে এ সমস্ত নির্বাচন উত্তর সন্ত্রাসের ঘটনার খবর পেয়ে সন্ধ্যা নাগাদ বিশালগড়ে ছুটে আসে ডিআইজি রমেশ রেড্ডি।প্রথমেই তিনি বিশালগড় মহকুমা শাসক অফিস কার্যালয়ে গণনার প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণ করে অফিস টিলা থেকে বিশালগড় বাজার পর্যন্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীদের সঙ্গে নিয়ে একটি রোড মার্চে অংশগ্রহণ করে।পরে বিশালগড় থানায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে আইন-শৃঙ্খলার পরিস্থিতির উপর একটি পর্যালোচনা বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।