বিধায়িকার উদ্যোগে প্রথমবারের মত কমলা সাগরের মায়ের মন্দিরকে ঢেলে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের রঙিন আলোর বর্ণছটায়।মন্দিরের চূড়া থেকে শুরু করে দিঘীরপাড় পর্যন্ত বিভিন্ন রঙের রঙীণ এলইডি লাইটের মাধ্যমে কমলাসাগর মায়ের মন্দিরকে ঢেলে সাজানো হয়েছে।এই প্রস্তুতিতে যেন কোন ধরনের ঘাটতি না থেকে তা দেখতে মঙ্গলবার সন্ধ্যায় বিধায়িকা সরজমিনে মায়ের মন্দির পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেন।
































