প্রচন্ড দাবদাহের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে বৃষ্টির আশায় কমলাসাগর দীঘির জল দিয়ে কালিমায়ের চরণে জল ঢালার চিত্র লক্ষ্য করা গেল কমলাসাগরে।বুধবার সকালে কমলাসাগর গ্রামের শতাধিক মহিলা পাঁচশ বছরের পুরোনো ধর্মীয় সংস্কারকে মান্যতা দিয়ে বৃষ্টির আশায় কমলাদেবীর দিঘী থেকে কলস ভর্তি জল এনে মায়ের মন্দির স্নান করান গ্রামের ভক্ত প্রাণ মহিলারা।এদিন কালী মায়ের ভক্তদের সাথে মায়ের মন্দিরে জল ঢালতে দেখা গেছে কমলাসাগরের বিধায়িকা অন্তরা সরকার দেবকেও।প্রবীণদের মতে ৫০০ বছর আগে থেকে এলাকার মানুষের একটা বিশ্বাস প্রকৃতি রুষ্ট হয়ে দীর্ঘদিন বৃষ্টি না হলে প্রচণ্ড দাবদাহের কারণে খড়া শুরু হয়।এতে মানব জীবনে নেমে আসে প্রচন্ড দুর্ভোগ।আর এই জগৎকে রক্ষা করতে হলে একমাত্র ভরসা কসবা কালী মায়ের মন্দির।অতীতে যখনই মানুষকে প্রকৃতির রোষানলের সম্মুখীন হতে হয়েছে তখন মানুষ এই মায়ের স্মরণে এসে সুফল পেয়েছে।ওই আস্থা ও বিশ্বাসের উপর ভর করেই জগতের কল্যাণে কসেশ্বরী মায়ের মন্দিরে জল ঢেলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন গ্রামবাসীরা।