২রা মার্চ ভোট গণনার সময় কিংবা তারপর কোন ধরনের অশান্তির বাতাবরণ যেন সৃষ্টি না হয় তার জন্য যথেষ্ট তৎপর রাজ্য নির্বাচন কমিশন।ভোট গণনা পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য নির্বাচন কমিশন। গণনার আগে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি রাজ্যের প্রত্যেকটি পোলিং স্টেশনে “আমরা অহিংসার পক্ষে, আমরা শান্তির পক্ষে” শীর্ষক সর্বদলীয় শান্তি সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার সকাল ১১ টা নাগাদ গকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে এমনই এক শান্তি সভার আয়োজন করা হয়েছে।যেখানে ১৫ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ৩৭ এবং ৩৯ নং পোলিং স্টেশনকে কেন্দ্র করে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে।এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে,বিশালগড় মহকুমা শাসক বিনয়-ভূষণ দাস,বামফ্রন্ট প্রার্থী হিরন্ময় নারায়ন দেবনাথ,বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা।এদিন উভয় দলের প্রার্থীদের সাথে নিয়ে প্রদীপ প্রজ্জলন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং মহাকুমা শাসক।