দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ইডি-কে ব্যবহার করে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছেন তারই প্রতিবাদে দেশব্যাপী সোচ্চার হয়েছেন কংগ্রেস দল।এরই অঙ্গ হিসাবে বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল কর্মসূচি শুরু হয়।উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা,চড়িলাম ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট তারা মিয়া এবং বলিষ্ঠ কংগ্রেস নেতা তথা আইনজীবী কেশরাম দেববর্মা সহ আরও অনেকে।