বিশালগড়ে অবৈধ পাচার বাণিজ্যে যে বিন্দুমাএও ভাঁটা পড়েনি তা আবারও প্রকাশ্যে চলে এল বুধবার গভীর রাতে।আগরতলা থেকে অবৈধ শব্দবাঁজি বোঝাই করে একটি নম্বর বিহীন বোলেরো পিকআপ বিশালগড় কড়ুইমুড়া এলাকায় পৌঁছতেই বৃষ্টির ফলে নরম মাটিতে ফেঁসে যায়।অবৈধ কারবারিরা রাতে শব্দবাঁজি বোঝাই গাড়িটি আর উদ্ধার করে নিয়ে যেতে পারেনি।ফলে বিশালগড় থানার পুলিশের ইচ্ছা না থাকা সত্ত্বেও গাড়ি সমেত অবৈধ বাঁজি পটকা উদ্ধার করে থানায় নিয়ে আসে।কিন্তু আসল খেলা শুরু হয় বৃহস্পতিবার সকালে।দেখা গেছে আগে সামান্য কিছু পুলিশের হাতে লাগলেও সাংবাদিকদের ডেকে ওসির চেম্বারে নিয়ে গিয়ে ফলাও করে ঢাক ঢোল পিটিয়ে সবকিছু জনসমক্ষে তুলে ধরা হত।কিন্তু গতকাল রাতের এই খবর সাংবাদিকরা জানতে পেরে বহুু চেষ্টা করেও কোন তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশের কাছ থেকে।সকাল থেকেই পাচারকারীদের বেশ আনাগোনা লক্ষ্য করা গেছে থানা চত্বরে।কিন্তু গোপন সূত্র মারফত খবরটি পুলিশ সুপারের কাছে পৌঁছে যাওয়ায় আর শেষ রক্ষা হয়নি।নম্বর বিহীন বোলেরো পিকআপ গাড়িটি থানা চত্বরে রাখা থাকলেও বাজি পটকা্গুলি নিয়ে রাখা হয়েছে থানার পেছনে একটি রুমে।ফলে অন্যান্য মামলার মত এই মামলাটিরও শেষ কি হয় সেই দিকেই তাকিয়ে সকলে।