রাজ্য সরকারের লিক্যুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীন ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির অর্থানুকুল্যে বিশালগড়ে মোট পাঁচটি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসানো হবে।মঙ্গলবার দুপুরে বিশালগড়ের যে পাঁচটি জায়গায় প্লান্টগুলো বসানো হবে তা সরজমিনে পর্যবেক্ষণ করেন টুডার চিফ প্ল্যানার,এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার,বিএমসির চেয়ারপার্সন,মহকুমা শাসক সহ এজেন্সির কর্মকর্তারা।জায়গাগুলি পরিদর্শন শেষে টুডার চিফ প্লেনার সাংবাদিকদের জানান আগামী দু বছরের মধ্যেই এই প্রকল্প গুলির কাজ সম্পন্ন করা হবে তাছাড়া দুর্গাপুজোর আগেই সিভিল ওয়ার্কের কাজ শুরু করে দেওয়া হবে।তিনি আরও জানান রাজ্যের মোট আটটি শহরে এই প্রকল্পের কাজ শুরু করার সিদ্ধান্ত হয়েছে যার মধ্যে বিশালগড়ও একটি।এই প্রকল্প গুলির কাজ সম্পন্ন হয়ে গেলে বিশালগড়ের সাধারণ মানুষের জীবন যাত্রায় একটা আমূল পরিবর্তন আসবে।কারণ যে চারটি নালা দিয়ে বাড়ি ঘরের ময়লা আবর্জনা ও পরিত্যক্ত জল নদীতে গিয়ে মিশে তা এখন পরিষোধনের পরই নদীতে গিয়ে মিশবে,ফলে দূষণও অনেকটাই কমে আসবে।অন্যদিকে বিশালগড় হাসপাতালের ঠিক পেছনেই যে অক্সিডেশন পন্ড সংস্কারের কাজ করা হবে তাতে আশপাশের কৃষকরা যথেষ্ট উপকৃত হবে।কারণ নালার আবর্জনাযুক্ত জল এই পুকুরের মধ্যে এসে পরিশোধনের পরই কৃষি জমিতে ছাড়া হবে।ফলে কৃষিজ ফলন অনেকটাই বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন আধিকারিকরা।