১৭০ কেজি গাঁজা সহ পুলিশের হাতে আটক এক নেশা কারবারি।জানা গেছে তার নাম সিরাজুল ইসলাম বাড়ি বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায়।একটি বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মীদের তথ্যভিত্তিক খবরের ভিত্তিতে রবিবার রাতে বিশালগড় থানার পুলিশ ঘনিয়ামারা এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান চালায়।তল্লাশি চালিয়ে ৬টি প্লাস্টিকের ড্রাম এবং দুটি বস্তায় মোট ১৭০ কেজি শুঁকনো গাঁজা উদ্ধারের পাশাপাশি বাড়ির মালিক সিরাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ।সোমবার এনডিপিএস ধারায় একটি মামলা নথিভূক্ত করে অভিযুক্ত সিরাজুল ইসলামকে আদালতে প্রেরণ করে।