ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে বুধবার থেকে।সারা রাজ্যের সাথে বিশালগড় সেন্টারের অধীনে মোট তিনটি ভ্যানুতে এই পরীক্ষা গ্রহন করা হচ্ছে।অফিসটিলা দ্বাদশ শ্রেনী বিদ্যালয়,বিশালগড় দ্বাদশ শ্রেনী বিদ্যালয় এবং কড়ুইমুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে চলছে পরীক্ষা গ্রহন কর্মসূচী।এদিনের এই পরীক্ষা গ্রহন কর্মসূচিকে কেন্দ্র করে এক অভিনব উদ্যোগ গ্রহন করেছে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের অভিবাবকদের জন্য প্রশান্তি নিলয় নামে তিনটি সেন্টারের সামনে তিনটি বসার জন্য সুবন্দোবস্ত করেছ।বুধবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে অভিবাবকদের জন্য নির্মিত এই প্রতিক্ষালয়গুলি ঘুরে দেখেন বিধায়ক সুশান্ত দেব।তাছাড়া কথা বলেন অভিবাবকদের সঙ্গেও,পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন,ভারতীয় জনতা পার্টি সব সময়ইএকটি অভিনবত্ত্বের ছাপ রাখার চেষ্টা করে।প্রশান্তি নিলয় তারই অঙ্গ।মূলত অভিবাবকদের রৌদ বৃষ্টিতে অপেক্ষা করতে গিয়ে যে সমস্যা গুলির সম্মুখীন হতে হতো তা-ই লাঘব করতে এই উদ্যোগ জানান বিধায়ক সুশান্ত দেব।