সরকারি নিয়ম নীতির তুয়াক্কা না করে অবৈধভাবে দুটি বোলেরো গাড়িতে করে মোট ১৯টি গরু পাচারের সময় এলাকাবাসীর হাতে আটক।ঘটনা বুধবার দুপুরে বিশালগড় থানাধীন রাউৎখলা এলাকায়।জানা গেছে এদিন রাণীরবাজার থেকে দুটি বোলেরো গাড়িতে করে মোট ১৯ টি গরু বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।বিশালগড় বাইদ্যারদীঘি বাইপাস সংলগ্ন অঞ্চলে আসতেই এলাকাবাসীর নজরে পড়ে গরুর গাড়ি দুটি।সঙ্গে সঙ্গেই তারা গরু বোঝাই গাড়ি দুটিকে থামানোর নির্দেশ দিয়ে গাড়ি দুটিকে আটক করে থানায় খবর পাঠায়।দেখা গেছে গাড়িগুলিতে গরুগুলি এমনভাবে উঠানো হয়েছে যে শ্বাস ফালানোর পর্যন্ত সুযোগ ছিল না,এরমধ্যে ঘাস আর জলের ব্যবস্থা তো বহুু দূরের কথা।বিশালগড়ের উপর দিয়ে বাংলাদেশে গরু পাচার নতুন কিছু নয় এটা নিত্যনৈমিত্তিক ঘটনা।আর এই পাচার বাণিজ্যের একটা বড় অংশ সর্বদাই থানার পুলিশের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সময়মতো।যার ফলে পুলিশের দায়িত্ব পালন করতে হচ্ছে সাধারণ মানুষজনকে।তবে ইদানিং বিশালগড়ের সাধারণ মানুষজন এইসব অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে যেভাবে আওয়াজ তুলতে শুরু করেছে তা আর বেশিদিন চালিয়ে যাওয়া সম্ভব হবে না বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত।