রাজ্যের এই বন্যা পরিস্থিতিতে বিশালগড় মহকুমা বাসীর দুর্ভোগ বিন্দুমাত্রও কমেনি।সারাদিনে তেমন একটা বৃষ্টিপাত না হওয়ায় জলস্তরে কিছুটা ভাঁটা পড়লেও অধিকাংশ মানুষই ঘরে ফিরতে পারেনি।সকাল থেকে সারাদিনব্যাপী চলেছে উদ্ধারকাজ সহ এাণ সামগ্রী বিতরণ।সমাজের প্রত্যেকটা অংশের মানুষের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনিক কর্মকর্তারাও দুস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী বিশালগড় মহকুমায় জাঙ্গালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বাইদারদিঘী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,উওর রাউৎখলা অঙ্গনওয়াড়ি সেন্টার,কড়ুইমুড়া,নবীনগর জুনিয়র মাদ্রাসা সহ মোট ১১ টি শেল্টার হাউজে এখন পর্যন্ত ৭২৫ জন আশ্রয় নিয়েছে।পাশাপাশি এনডিআরএফের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের ১২ জনের একটি বিশেষজ্ঞ টিম,1st ব্যাটেলিয়ান টিএসআর এর ১০ জন জওয়ান,7th ব্যাটেলিয়ানের ১২ জন জওয়ান,আসাম রাইফেলের ১২ জনের একটি দক্ষ টিম এখনো নিয়োজিত আছে বলে জানিয়েছেন মহকুমা শাসক।