সোমবার বিকেলে নৌকাঘাটের সামনে থেকে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বাইক নিয়ে চম্পট দেয় চোরের দল।ঘটনার বিবরণের জানা গেছে উদয়পুর কাকড়াবন এলাকার বাসিন্দা তথা কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত শাকিল আহমেদ পিতা মফিজ মিয়া তার TR03M8498 নম্বরের পালসার বাইকটি নৌকা ঘাটের সামনে পার্কিং প্লেসে রেখে ভেতরে প্রবেশ করে।৩০ মিনিট পর গেটের বাইরে এসে লক্ষ্য করে আগের জায়গায় রেখে যাওয়া বাইকটি নেই।শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু বাইকের কোন হদিস পায়নি।বাধ্য হয়ে বিশালগড় থানায় এসে বাইক চুরির অভিযোগ জানায় শাকিল আহমেদ


































