দক্ষিণ ত্রিপুরা জেলার তৃষ্ণা অভয়ারণ্যে বন দপ্তরের প্রজাপতি পার্ক সোমবার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা । তিনি বলেন, স্বাস্থ্যকর পরিবেশ ও ইকোসিস্টেমের সূচক প্রজাপতির সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।
রং-বেরঙের অজস্র প্রজাপতি এবং তাদের খাবার ও বসার উপযোগী বিশেষ ধরনের ফুলের গাছ নিয়ে এই পার্কটি বর্তমানে পর্যটকদের কাছে একটি অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠছে। বন্যপ্রাণী ও বন রক্ষায় মুখ্যমন্ত্রী সবাইকে এগিয়ে আসতে আহ্বান রাখেন। তিনি বলেন,পরিবেশগত ভারসাম্য বজায় না রাখলে কারোর বেঁচে থাকা সম্ভব নয়।