<em><strong>বুধবার বিকেলে বিশালগড় হরিশনগর চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে কমলাসাগরের ব্যবসায়ী সঞ্জিত ধরের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দেয় দুটি মোটরসাইকেলে আসা পাঁচ ছিনতাইবাজ। পরে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি।</strong></em>