পোল্ট্রি ফার্ম বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে পাঁচটি গ্রামের জনজাতি অংশের প্রমিলা বাহিনী।
ঘটনা সোমবার বিকেলে আগরতলা সোনামুড়া সড়কের পদ্মানগরে।খবর নিয়ে জানা গেছে চড়িলামের ব্যবসায়ী স্বপন দেবনাথ কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করে পদ্মনগরের একটি ঘনবসতি উপজাতি এলাকায় পোল্ট্রি ফার্ম গড়ে তোলে ছয়-সাত মাস পূর্বে।ফার্মটি তৈরি করার সময় নাকি মালিক এলাকার জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন এই ফার্ম থেকে এলাকায় কোনরকম দুর্গন্ধ ছড়াবে না।তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।পাশাপাশি এলাকায় কর্মসংস্থানের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।কিন্তু এলাকাবাসীর ও অভিযোগ মালিকপক্ষ কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয়দের সাথে কথা বার্তা বলে পুরোপুরি নিজের মর্জি মাফিক এই পোল্ট্রি ফার্মটি তৈরি করেন।বর্তমানে এই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে পাঁচটি গ্রামের সাধারণ মানুষ একপ্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে।এলাকাবাসী মহকুমা শাসক থেকে শুরু করে জেলাশাসক এমনকি থানা কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছেন।কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।ফলে চড়িলামের ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একরাশ খুব উগরে দিয়ে আগরতলা সোনামুড়া যাতায়াতের মূল সড়কের পদ্মনগরে অবরোধ করে বসে।ফলে দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ ছিল এই পথে।পরে প্রশাসনিক আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত করে স্থানীয় জনজাতি অংশের মানুষজন।