নেশা সামগ্রী বিক্রির বিরোধিতা করতে গিয়ে শাসক দলীয় দুই পক্ষের মারামারিতে আক্রান্ত একই পরিবারের একাধিক ব্যক্তি।ঘটনা শনিবার গভীর রাতে পশ্চিম লক্ষীবিল এলাকায়।খবর নিয়ে জানা গেছে পশ্চিম লক্ষীবিল এলাকায় বেশ কিছুদিন ধরেই এলাকার কিছু লোক প্রতিনিয়ত বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল।এই পরিস্থিতিতে এলাকারই বিশ্বজিৎ দাস সহ কয়েকজন মিলে এই সমস্ত নেশা সামগ্রী যেন এলাকায় বিক্রি না করে তার বিরোধিতা করাতেই এলাকার নেশা কারবারীরা ঐক্যবদ্ধভাবে বিশ্বজিৎ দাসের বাড়িতে শনিবার রাতে চড়াও হয় এবং বিশ্বজিৎ দাসের পিতা নেপাল দাস সহ একাধিক সদস্যের উপর আক্রমণ করে বাড়িঘরে ভাঙচুর চালায়।খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় এলাকার বিধায়ক সুশান্ত দেব।শনিবার গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে দুই রাউন্ড গুলিও ছুড়তে হয়েছে।ফলে বুঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়ানক রূপ নিয়েছিল।কিন্তু রাতেই উক্ত ঘটনাটিকে জড়িয়ে একটা অংশ সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি ভিডিও ভাইরাল করতে শুরু করে যার পরিপ্রেক্ষিতে সিপাহীজলা জেলার পুলিশ সুপার,মহকুমা পুলিশ আধিকারিক,বিশালগড় থানার ওসি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।উক্ত ঘটনার মূল মাস্টার মাইন্ডদের খুব শীঘ্রই জালে তোলা হবে বলে সাংবাদিকদের জানান সিপাহীজলা জেলার পুলিশ সুপার বি.জে.রেড্ডি।ফলে পুলিশ ইতিমধ্যে একটি সুয়োমুঠো মামলা নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি সামাজিক মাধ্যমে যারা এ ধরনের উস্কানিমূলক পোস্ট করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান পুলিশ প্রশাসন।