বিশালগড় মহকুমার দুটি ব্লকের সব কয়টি বুথ সেন্টারেই অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন। 
এদিন বিশালগড় ও চড়িলাম ব্লকের অধীন সব কয়টি বুথ সেন্টারেই নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষ্য করার মত।তবে আজকের নির্বাচনে বিরোধীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য।বিশালগড়ের সমষ্টি উন্নয়ন আধিকারিক তথা রিটার্নিং অফিসার নান্টু দাস জানিয়েছেন বিশালগড় আরডিব্লকের অন্তর্গত মোট ১১৯ টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।এর জন্য ৭১৪ জন সিভিল অফিসার,৩৫৭ জন সিকিউরিটি অফিসার সহ ব্যাপক পরিমাণে আধা সামরিক বাহিনী নিয়োগ করা হয়েছিল প্রত্যেকটি বুথ সেন্টারে।তবে দিনের শুরুতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হলেও অধিকাংশ ভোট গ্রহণ কেন্দ্রই ছিল ফাঁকা।বেলা ১১টার পর থেকে কিছুটা লোকসমাগম হতে শুরু করে।
 
			



















 
                                 
                                
 
							











