<p dir="ltr"><em><strong>বৃহস্পতিবার রাতে দেড় লক্ষ টাকার শুঁকনো গাঁজা সহ আগরতলা রেল স্টেশন পুলিশের হাতে আটক তিন।জানা গেছে এদের প্রত্যেকের বাড়িই বিহারের ভাগলপুর জেলায়।তারা একটি পিঠের বেগে করে এই গাঁজা গুলি বিহারে নিয়ে যেতে চেয়েছিল আগরতলা রেল স্টেশন কে ব্যবহার করে।</strong></em></p>