দেশের বিচারব্যবস্থায় এই প্রথম ত্রিপুরা হাইকোর্টে চালু হচ্ছে আদালতের কাজকর্মের ক্ষেত্রে কোর্ট-ফি ক্রয় ও অন্যান্য লেনদেনে ডিজিটাল পদ্ধতি।আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি ঠিকঠাক থাকলে অচিরেই শুরু হয়ে যাবে নগদবিহীন লেনদেনের এই ব্যবস্থা ইউ.কো.ব্যাংক প্রদত্ত একটি ইউনিক সিকিউরিটি কার্ডের মাধ্যমে আইনজীবী ও তাদের সহায়ক ক্লার্করা এধরনের ডিজিটাল লেনদেন করতে পারবেন এবং এই কার্ডটি দিয়ে শুধুমাত্র আদালতের কোর্ট-ফি ক্রয় ও অন্যান্য লেনদেন ছাড়া এরবাইরে অন্যকোন ধরনের লেনদেন করা যাবেনা এই ইউনিক সিকিউরিটি ডেবিটকার্ডের মাধ্যমে এসংক্রান্ত প্রতিটি লেনদেনের পর সংশ্লিষ্ট ব্যক্তি লেনদেনের যাবতীয় বিষয় সম্পন্ন একটি প্রিন্টআউট পাবেন যাতে তিনি নগদবিহীন লেনদেনের যথার্থতা বুঝতে পারবেন।আদালতের কাছে ছোটখাটো লেনদেনের ক্ষেত্রে খুচরো টাকার অপ্রতুলতা মোকাবেলা করতেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।লেনদেনের এই ব্যবস্থা অচিরেই চালু হবে ত্রিপুরা হাইকোর্টে এবং তার অব্যবহিত পরে চালু হবে রাজ্যের অধস্তন আদালত গুলোতে।ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত)টি. অমরনাথ গৌড়ের অনুপ্রেরণায় ডিজিটাল লেনদেনের এই অভিনব পদ্ধতিটি নিয়ে আজ হাইকোর্ট ভবনে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এবিষয়ে সবিস্তারে আলোকপাত করেন।হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ, রেজিস্টার জেনারেল বিশ্বজিৎ পান্ডে, হাইকোর্টের আইনজীবীগণ, ইউ.কো.ব্যাংকের আধিকারিকগন এবং হাইকোর্টের আধিকারিক ও কর্মচারীরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন