শান্তিরবাজারে কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজয় সংকল্প জনসভা।পাশে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এদিন খোয়াইয়েও নির্বাচনে জনসভায় ভাষণ দেন।শ্রীশাহ বলেন, রাজ্যের জনজাতিদের মিথ্যার প্রলোভন দিয়ে তিপ্রামথা আবারও তাদের উপর কমিউনিস্ট শাসনের মত অত্যাচার চালাতে চায়, তাই কোনও প্রলোভন নয় ।ভরসা রাখতে হবে বিজেপির উপর।
































