প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে উওর প্রদেশের গোরক্ষনাথ মন্দিরের আদলে উত্তম ভক্ত চৌমুহনীস্থিত গো-শালা আশ্রমে তৈরি করা হবে মন্দির।আগামী ৭ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে মন্দিরের শিলান্যাস হবে।দুই বছরের মধ্যেই এই গৈরিক মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে বলে জানান স্বামী রোটাস মহারাজ।ত্রিপুরা রাজ্যে এটিই হবে সর্ববৃহৎ গোরক্ষনাথ মন্দির।মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে আগামী ৭ সেপ্টেম্বর রক্তদান শিবিরের পাশাপাশি সারাদিনব্যাপী চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।যার মধ্যে নাচ গানের পাশাপাশি বাউল সঙ্গীতেরও আয়োজন করা হয়েছে বলে জানান আশ্রমের মহারাজ।