বিশালগড় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের বেহাল দশা আবারও বেআব্রু হয়ে গেল শনিবার সন্ধ্যায়।এই বেহাল দশা নিয়ে এদিন বিশালগড়ের বিধায়ক যথেষ্ট বিরক্তি প্রকাশ করেন অনুষ্ঠানের ভাষণ চলাকালে।রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের বেহাল দশা কি তা কারোর অজানা নয়।কিন্তু এর মধ্যে বিশালগড় মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বদান্যতায় সেই রেকর্ডও ভেঙ্গে ফেলে এদিন।রাজ্যের কৃষ্টি সংস্কৃতি গ্রামীণ এলাকায় পৌঁছানোর লক্ষ্যে রাজ্য সরকার একটি অভিনব উদ্যোগ গ্রহণ করে।এরই অঙ্গ হিসাবে দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক বাউল উৎসবের শুভ উদ্বোধনের কথা ছিল শনিবার বিকেলে বিশালগড় টাউন হলে।বিকেল চারটায় উক্ত অনুষ্ঠান শুরুর কথা থাকলেও রাত সাতটার পর মাত্র ৩২ জন দর্শকের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব।বিশালগড় মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এই বেহাল দশা দেখে অনুষ্ঠান চলাকালীনই তথ্যসংস্কৃতি দপ্তর সহ বিশালগড় পুর পরিষদের কর্মচারীদের এক হাত নেন তিনি।পাশাপাশি চেয়ার ঠিক করা এবং দর্শকদের নিমন্ত্রণ করা একজন বিধায়কের দায়িত্ব নয় বলেও এ সমস্ত রাঘব বোয়ালদের কটাক্ষ করেন।ফলে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব রতন বিশ্বাস উক্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ঘটনাটি প্রত্যক্ষ করা সত্বেও যদি সম্বিত না ফিরে তাহলে এর চেয়ে দুঃখজনক ঘটনা বিশালগড়বাসীর জন্য আর কি হতে পারে।