বিশালগড়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা বিভিন্ন ল্যাবরেটিতে ও ডেন্টাল ক্লিনিকে বুধবার বিকেলে হানা দেয় জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল।জানা গেছে বিশালগড় বাজারে বিভিন্ন চিটফান্ড কোম্পানির মত গজিয়ে উঠেছে বিভিন্ন ল্যাবরেটিরি। আর সেখানেই প্রতিনিয়ত মানুষের পকেট কেটে যাচ্ছে।গোপন সূএের খবরের ভিত্তিতে জেলা স্বাস্থ্য দপ্তরের টিম বিশালগড় ব্রীজ চৌমুহনী এলাকায় সুস্হি ডেন্টাল ক্লিনিক ও ল্যাবরিটিতে বুধবার বিকেল বেলায় হানা দেয়।জানা গেছে সুস্হি ডেন্টাল ক্লিনিকটি প্রথমদিকে দাঁত তোলার মধ্যে দিয়ে কাজ শুরু করে।হঠাৎ করে এখন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার ব্যবসা শুরু করে যার কোনধরনের রেজিস্ট্রেশন নেই।তাছাড়া উনার ডেন্টাল ক্লিনিক চালানোর যে রেজিস্ট্রেশনটি ছিল তার ও বহু বছর পূর্বেই মেয়াদ ফুরিয়ে গেছে।তাছাড়া উনার চেম্বারে যে সমস্ত ডাক্তারদের দিয়ে ডেন্টাল ক্লিনিকের কাজ চালিয়ে যাচ্ছে তারাও কোনো ধরনের ডাক্তারি সার্টিফিকেট জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধির কাছে দেখাতে পারেননি।গত কয়েকদিন পূর্বে নেহালনগর এলাকার এক মহিলার পোকা দাঁত তুলে নেওয়ার পরিবর্তে ভাল দুটো দাঁত তুলে ফেলায় দোকানের মধ্যে তুমুল লঙ্কাকাণ্ড বেধে গিয়েছিল।এদিন জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা টিকাকরণ আধিকারিক ডাক্তার শর্বানী দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা।ল্যাবরেটিতে হানা দিয়ে ডেন্টাল ক্লিনিকে স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে কিছুই করা হয়নি বলে জানান স্বাস্থ্য আধিকারিকরা।এখন জেলা স্বাস্থ্য দপ্তর এ ধরনের বুুইফুড় ল্যাবরেটরির বিরুদ্ধে আইন অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে সকলে।