জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্ম দিবসকে জাতীয় স্বচ্ছতা দিবসের অঙ্গ হিসাবে ১লা অক্টোবর সারা দেশের সাথে রাজ্যেও পালন করা হয়েছে স্বচ্ছতা অভিযান।এদিন সকাল বিএসএফের ১৬৯ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে সিটিআই পার্কে,টিএসআর প্রথম ব্যাটেলিয়ানের জওয়ান এবং কমলাসাগর মন্ডলের যৌথ উদ্যোগে রাস্তারমাথা কালীমন্দির প্রাঙ্গণে ও সর্বশেষ অভয় আশ্রমের দিব্যাঙ্গজনদের নিয়ে উত্তম ভক্ত চৌমুহনীস্থিত তপোবন আশ্রমে স্বচ্ছ ভারত অভিযান সংঘটিত করা হয়েছে।প্রত্যেকটি অনুষ্ঠানেই এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব সহ বিশিষ্ট সমাজ সেবীরা উক্ত কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করেন।অভয় আশ্রমের দিব্যাঙ্গরা বিধায়িকাকে কাছে পেয়ে যথেষ্ট আবেগ ঘন হয়ে উনাকে জড়িয়ে ধরে।বিধায়িকাও জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রাক মূহুর্তে দিব্যাঙ্গদের কাছে পেয়ে যথেষ্ট আপ্লুত হয়ে পড়ে এবং তাদের যেকোনো প্রয়োজনে উনাকে পাশে পাবে বলে আশ্বস্ত করেন।