পরিষেবার জন্য অসুস্থ রোগীকে এক প্রকার বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হতে হয়েছে।শুনতে অবাক লাগলেও ঘটনা শুক্রবার গভীর রাতে কমলাসাগর বিধানসভার মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।চিকিৎসা গাফিলতি সংক্রান্ত একের পর এক ঘটনা সংবাদ মাধ্যমে পরিবেশিত হলেও স্বাস্থ্য দপ্তর পুরোপুরি কুম্ভনিদ্রায় আচ্ছন্ন।একাংশ চিকিৎসকের অমানবিক দৃষ্টিভঙ্গীর প্রতিবাদে কর্তব্যরত চিকিৎসক ডাঃসাদিকুর রসিদের বিরুদ্ধে গভীর রাতে পথ অবরোধ করতে বাধ্য হল রোগী সহ আত্মীয় পরিজন।অসুস্থ রোগীকে নিয়েই তার আত্মীয় পরিজনরা ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসা গাফিলতির অভিযোগ এনে কমলাসাগর রাস্তারমাথা সড়ক অবরোধ করে শুক্রবার গভীর রাতে।অভিযোগ শাসক দলীয় স্থানীয় নেতৃত্বরা নাকি রোগীর পরিবারের পাশে দাঁড়ানোর পরিবর্তে এই গভীর রাতে আত্মীয় পরিজনদের মোবাইল ফোনে এক প্রকার ধমকের সুরে পথ অবরোধ তুলে ফরমান জারি করে বলে অভিযোগ।এতে পরিস্থিতি একপ্রকার আয়ত্তের বাইরে চলে যায়।ফলে রাত দেড়টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিকের অক্লান্ত প্রচেষ্টায় পরিস্থিতি নাগালের মধ্যে আসে এবং রোগীকে পুনরায় ভর্তি করানো হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।বর্তমানে ওখানেই চিকিৎসা চলছে নীলম চৌধুরীর।