বিশালগড় মহকুমার চড়িলামের লালসিংমুড়ায় রাজনৈতিক সন্ত্রাস বন্ধ করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার চড়িলাম ব্লকে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠক। উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই বিশালগড় মহকুমা জুড়ে চলছে রাজনৈতিক সন্ত্রাস।প্রত্যেকটি রাজনৈতিক দলই একে অপরের দিকে আঙ্গুল তুলে বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত রাজনৈতিক সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।আর এগুলি থেকে কোনমতেই রেহাই পাচ্ছে না সাধারণ মানুষজন।
			



















                                
                                
							










