গাড়ি থেকে পড়ে গুরুতর আহত এক যুবক।ঘটনা শনিবার সন্ধ্যায় বিশালগড় থানাধীন লালসিংমুড়া এলাকায়।খবর নিয়ে জানা গেছে চড়িলাম থেকে দুই বন্ধু তিন হাজার টাকার বিনিময়ে একটি
নষ্ট মোটর সাইকেল ক্রয় করে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় খারাপ রাস্তার দরুন দড়ি ছিঁড়ে গাড়ি থেকে মোটরসাইকেল সমেত পরে গুরুতর আহত প্রসেনজিৎ দাস।পরে বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জিবিতে রেফার করা হয়েছে।
































