জুয়েল আহমেদ দীর্ঘদিন ধরেই সমস্ত অপরাধ কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে।দুবার এনডিপিএস মামলায় ও একবার চিটিং মামলায় জেল খেটে এসেছে।সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাওয়া সমস্ত দু’নম্বরি গাড়িগুলিকে আটক করে তাদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে তার বর্তমান পেশা।সোমবারও পুরোনো একই কায়দায় ঘনিয়ামারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে স্হানীয়দের নজরে পড়ে বিষয়টি।সঙ্গে সঙ্গেই জুয়েল সহ তার তিন সহযোগী বাদল হোসেন,রাকিব হোসেন ও দেলোয়ার হোসেন কে অাটক করে উত্তম মাধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।বর্তমানে তাদের ঠিকানা হচ্ছে বিশালগড় থানার লকআপে।আগামীকাল তাদের কোর্টে পাঠানো হবে বলে জানিয়েছেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার।
































