লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে সীমান্ত এলাকা পরিদর্শন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লুর।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার রাজ্যপাল সিপাহীজলা জেলার বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেন।দিনের শুরুতেই তিনি সিপাহীজলা জেলাশাসক অফিসে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে ম্যারাথন বৈঠক করেন।এরপর সিপাহীজলা চিড়িয়াখানার ডাক বাংলোতে একটু বিশ্রাম নিয়ে সোজা চলে আসে কমলাসাগর বিধানসভার মিয়াপাড়ার তারকাটা বেড়ার ১১২ নম্বর গেইটে।সেখানে বর্ডারের বর্তমান পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে ফেন্সিং রক্ষণাবেক্ষণের জন্য জেলাশাসকের পাশাপাশি বিএসএফ আধিকারিকদেরও নির্দেশ দেন।পাশাপাশি তারকাটার বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী প্রায় ১৫ টি পরিবারের সদস্যদের সাথে সরাসরি মত বিনিময় করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা কতটা তাদের কাছে পৌঁছেছে তা জানতে চান। এবং আগামীদিনে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে বসবাস করাটা যে অচিরেই কঠিন হয়ে উঠবে তাও তিনি স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দেন।তাই যত দ্রুত সম্ভব পরিবার-পরিজনদের নিয়ে কাঁটাতারের এপারে চলে আসারও পরামর্শ দেন তাদেরকে।