এডিসির চাকুরী সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রবিবার গভীর রাতে গোলাঘাটির কসবা এলাকা থেকে গ্রেপ্তার দ্বিতীয় অভিযুক্ত।উল্লেখ্য এডিসি প্রশাসনের উদ্যোগে ১১০ টি পদে রাজ্যের ৭৮ টি স্থানে পরীক্ষা হওয়ার কথা ছিলো।কিন্তু শনিবার সন্ধ্যায় চাকুরীর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। দ্রুত টিটিএডিসি প্রশাসনের উদ্যোগে শনিবার রাতেই সাংবাদিক সম্মেলন করে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সাংবাদিক সম্মেলন করেন সি কে জমাতিয়া। পাশাপাশি রবিবারে পরীক্ষা বাতিল বলেও ঘোষণা করেন।ফলে পশ্চিম থানায় একটি মামলাও দায়ের করে এডিসি প্রশাসন।মামলা হাতে নিয়ে পশ্চিম থানার পুলিশ রবিবার সন্ধ্যায় আগরতলা এডভাইজার চৌমুহনী থেকে জেরক্স দোকানের মালিক চয়ন সাহাকে গ্রেপ্তার করে।তাকে জিজ্ঞাসাবাদ করে চাকুরী সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সোমবার গভীর রাতে দ্বিতীয় অভিযুক্ত গোলাঘাটি কসবা এলাকা থেকে অমিত দেববর্মাকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ।সোমবার দুপুরে অভিযুক্ত অমিত দেববর্মাকে বিশালগড় থানার পুলিশ পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেন।