উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব সহ রেলওয়ের এক উচ্চস্তরীয় প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। পরিবহণ মন্ত্রীর সাথে আলোচনায় ভারত – বাংলাদেশ দু’দেশের জনগণের বহুল কাঙ্খিত আখাউড়া- আগরতলা রেল লিঙ্কের নতুন রেলপথের কাজের অগ্রগতির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় সহ রাজ্যের রেল যোগাযোগ ও পরিষেবার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আসন্ন দুর্গাপূজার আগে আগরতলা থেকে মুম্বাই পর্যন্ত লোকমান্য তিলক- কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন চালু করার বিষয়টি নিয়েও উভয়ের মধ্যে আলোচনা হয়। আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের বরিষ্ঠ আধিকারিক বিবেক শ্রীবাস্তব, প্রভাস দানসানা, সন্দীপ শর্মা, সীতারাম সিঙ্কু, বিজয় মিশ্র, কে আরুল জোথি, প্রেম রঞ্জন কুমার, শুভেন্দু চৌধুরী, সিতেশ দাস, সব্যসাচী দে সহ ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী।